সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মাদক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে, আগাম জামিন চাইতে গিয়ে জুটলো জেল

RD | ২৭ ডিসেম্বর ২০২৪ ০৫ : ৫৫Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার বহরমপুরের ভারপ্রাপ্ত সিজেএম মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অ্যানেস্থেসিয়া বিভাগে সিনিয়র রেসিডেন্ট পদে কর্মরত এক  ডাক্তারকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে বহরমপুরের ডেকে এনে মাদক মেশানো খাবার খাইয়ে তাঁকে ধর্ষণ করেন ওই জাক্তার। কলকাতা হাইকোর্টের নির্দেশে এ দিন অভিযুক্ত ডাক্তার বহরমপুরে সিজেএম আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 

বেলঘরিয়ার বাসিন্দা অভিযুক্ত ডাক্তারের সঙ্গে সমাজমাধ্যমে বেশ কয়েকবছর আগে মহিলার পরিচয় হয়। নির্যাতিতা কলকাতার বাসিন্দা। দীর্ঘদিন তাঁরা ফোনে এবং সমাজমাধ্যমে কথা বলার পর চলতি বছর অক্টোবর মাসে দেখা করেন। অভিযোগ সেই সময়ই বহরমপুর মেডিক্যাল কলেজে কর্মরত ওই চিকিৎসক তাঁর প্রেমিকাকে অচৈতন্য করে ধর্ষণ করেন। 

গত ৯ ডিসেম্বর বহরমপুর থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তারপর থেকেই পলাতক ছিলেন ওই ডাক্তার। এরপর আইনজীবীর মাধ্যমে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। সেই আবেদন মঞ্জুর হয়নি। হাইকোর্টের নির্দেশ ছিল, নতুন করে বহরমপুরের সিজেএম আদালতে জামিনের আবেদন করতে হবে অভিযুক্ত ডাক্তারকে।

সেই নির্দেশ মোতাবেক এ দিন আইনজীবীকে সঙ্গে নিয়ে ওই ডাক্তার সিজেএম আদালতে আগাম জামিনের আবেদন করেন। কিন্তু ভারপ্রাপ্ত সিজেএম সেই আবেদন নাকচ করে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

অভিযুক্ত ওই ডাক্তারের আইনজীবী মনিশঙ্কর চ্যাটার্জি বলেন, "ডাক্তারের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তার কোনও মেডিক্যাল  এভিডেন্স নেই। কেবলমাত্র হোয়াটসঅ্যাপে দু'জনের মধ্যে কিছু মেসেজ চালাচালির মাধ্যমে যে কথাবার্তা হয়েছে তার উপর ভিত্তি করে এক মহিলা, ডাক্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন।" মনিশঙ্করবাবুর দাবি,"গত ৮  অক্টোবর ডাক্তারের সঙ্গে ওই মহিলার কলকাতার একটি হোটেলে দেখা হয়েছিল। সেখানে তাঁরা একসঙ্গে খাওয়া দাওয়া করেন। তার প্রায় দু'মাস পর কেন তিনি কলকাতা থেকে  বহরমপুরে এসে ৯ ডিসেম্বর ধর্ষণের অভিযোগ করলেন তা কারও বোধগম্য হচ্ছে না। সত্যিই যদি ধর্ষণের মত কোনও ঘটনা হত তাহলে তিনি কেন সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হলেন না। আমরা নিম্ন আদালতের এই নির্দেশিকা নিয়ে জামিনের জন্য ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছি।"


Murshidabad

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া